Pages

Thursday, December 1, 2016

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার ও হল উদ্বোধনকালীন কিছু ছবির সংগ্রহ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার ও হল উদ্বোধনকালীন কিছু ছবির সংগ্রহ
০১-১২-২০১৬ 
 
শহীদ মিনার উদ্বোধনের সময়
শহীদ মিনার উদ্বোধনের সময়

শেখ হাসিনা হল
শেখ হাসিনা হল

শেরে বাংলা হল
শেরে বাংলা হল

বঙ্গবন্ধু হল
বঙ্গবন্ধু হল

আলোকচিত্র প্রদর্শনী-১
আলোকচিত্র প্রদর্শনী-১

বঙ্গবন্ধু হলের নামফলক
বঙ্গবন্ধু হলের নামফলক

শেরে বাংলা  হলের নামফলক
শেরে বাংলা  হলের নামফলক

আলোকচিত্র প্রদর্শনী-২
আলোকচিত্র প্রদর্শনী-২

আলোকচিত্র প্রদর্শনী-৩
আলোকচিত্র প্রদর্শনী-৩

আলোকচিত্র প্রদর্শনী-৪
আলোকচিত্র প্রদর্শনী-৪

আলোকচিত্র প্রদর্শনী-৫
আলোকচিত্র প্রদর্শনী-৫

Wednesday, November 30, 2016

অবশেষে চালু হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হল

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ ১ই ডিসেম্বর ২০১৬ চালু হতে চলেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হল। আজ সকাল ৯ঃ০০ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে যত সুন্দর দৃশ্য ধারন করা হয়েছে তার থেকে নির্বাচিত কিছু ছবি সহ বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনীর মাধ্যমে শহীদ মিনার ও হল উদ্বোধন করা হবে।

শেরে বাংলা হলঃ
  
প্রস্তুত শেরে বাংলা হলের কিছু চিত্রঃ


খাবার তালিকাঃ


আরও দেখুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার ও হল উদ্বোধনের ছবি--



Tuesday, November 29, 2016

মাশরাফি টিমের জয়


বিপিএল এর ৩২তম ম্যাচে এসে গতকাল দ্বিতীয় জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুশফিকের বরিশাল বুলসকে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের বরিশাল বুলস নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪২ রান। জবাবে, এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ২ উইকেট হারানো কুমিল্লা।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বরিশাল। ৯ বলে ১ ছক্কার মারে ৭ রান করে বিদায় নেন দিলশান মুনাবিরা। এরপর সপ্তম ওভারে দাউয়িদ মালানও ৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন।
তৃতীয় উইকেটে জিভান মেন্ডিস ও মুশফিকুর রহিম জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ২৪ বলে ২৮ রান করে সাজঘরে ফিরেন মালান। এরপর মুশফিকও ব্যক্তিগত ২৯ রানে ফিরে যান। দলের হয়ে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। এছাড়া তাইজুল ১৪ এবং এনামুল হক ১২ রান করে অপরাজিত থাকেন।
কুমিল্লার ওপেনার ইমরুল কায়েস ও আহমেদ শেহজাদের ওপেনিং জুটিতেই ৯৩ রান সংগ্রহ দলটি। কুমিল্লার হয়ে নাবিল সামাদ ৩টি ও রশিদ খান ২টি উইকেট নেন। এছাড়া শাহাদাত হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন। 
টুর্নামেন্টের শেষে এসে চেনা রুপে ধরা দিলেন জাতীয় দলের হয়ে খেলা ইমরুল। তিনি এদিন ৩৫ বলে ৬টি চার ও ১টি ছক্কার মারে ৪৬ রান করেন। এছাড়া শেহজাদ ৫৬ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ ইনিংসে তার ৫টি চারের মার রয়েছে। আর মারলন স্যামুয়েলস ২৭ এবং খালিদ লতিফ ৭ রানে অপরাজিত থাকেন।
বরিশালের হয়ে রুম্মন রাইস ও মালান ১টি করে উইকেট করে উইকেট নেন।
কুমিল্লার নাবিল সামাদ ছিনিয়ে নিলেন ম্যাচসেরা পুরস্কার।

Monday, November 28, 2016

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন-২০১৭ এর ফলাফল




আজ সুষ্ঠুপরিবেশে শেষ হল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন-২০১৭

নিচে বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হলঃ

১। সভাপতিঃ- মোঃ আব্দুল কাইউম
২। সহ-সভাপতিঃ- ফাতেমা-তুজ-জোহরা
৩। সাধারন সম্পাদকঃ- আবু জাফর মিয়া
৪। যুগ্ম সাধারন সম্পাদকঃ- মোঃ মিজানুর রহমান
৫। ট্রেজারারঃ- মোঃ লোকমান হোসেন
৬। সদস্যঃ-   মুহাঃ ইলিয়াস মাহমুদ
      আতিকুল হক ফরাজী
      সরদার কায়সার আহমেদ
      মোঃ সিরাজিস সাদিক
      মোঃ মাসুম সিকদার
      মোঃ সাদেকুর রহমান
      ইশরাত জাহান সঞ্চারী
      জ্যোতির্ময় বিশ্বাস
      সমীরণ রায়
     এ,টি,এম রফিকুল ইসলাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০১৬-১৭



আজ টানটান উত্তেজনার মধ্যদিয়ে শেষ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের  ১ম রাউন্ডের C,D,E গ্রুপের মধ্যকার আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০১৬-১৭ ।
C গ্রুপের খেলা শুরু হয় সকাল ১০:৩০ মিনিটে, বাংলা ডিপার্টমেন্ট ২-০ গোলে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টকে পরাজিত করে। 
 
D গ্রুপের খেলা শুরু হয় বেলা ১২:০০ মিনিটে, ইংরেজি ডিপার্টমেন্ট ৫-০ গোলে সিএসই ডিপার্টমেন্টকে পরাজিত করে। 

E গ্রুপের খেলা শুরু হয় বেলা ০২:০০ মিনিটে, অর্থনীতি ডিপার্টমেন্ট ১-০ গোলে ভূতত্ত্ব ও খনিবিদ্যা ডিপার্টমেন্টকে পরাজিত করে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রেজাল্ট

স্নাতক ভর্তি পরীক্ষার শীতকালীন ২০১৭ সেশনের রেজাল্ট ডাউনলোড করুন 
এখান ( https://goo.gl/7TfKhV ) থেকে

ওয়াই-ফাই বিজ্ঞানের এক অবদান



ওয়াই-ফাই এখন মানুষের দৈনন্দিন চাহিদা হয়ে দাঁড়িয়েছে। জীবনের দৈনন্দিন চাহিদা বিলাসবহুল পণ্যের চেয়েও ওয়াই-ফাইকে বেশি গুরুত্ব দিচ্ছে মানুষওয়াই-ফাই ব্যাবহারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করা যায় খুবই দ্রুত।
এই ওয়াই-ফাই ব্যাবহারের কারণে চালাতে পারছি রোবট, ড্রোণ, মানুষ বিহীন  বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি। 

এমনকি বর্তমানে আমাদের হাতের স্মার্ট ফোনের মাধ্যমে একে অপরের সাথে যে দ্রুত ফাইল আদান প্রদান করছি তারও একমাত্র অবদান এই ওয়াই-ফাই। তাই এক কথায় জীবনের প্রায় সকল কাজেই দরকার পড়ে এই ওয়াই-ফাই।