বিপিএল এর ৩২তম ম্যাচে এসে গতকাল দ্বিতীয় জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা
ভিক্টোরিয়ান্স। তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুশফিকের বরিশাল
বুলসকে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে
প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের বরিশাল বুলস নির্ধারিত ওভার শেষে ৮
উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪২ রান। জবাবে, এক ওভার বাকি থাকতেই জয়ের
বন্দরে পৌঁছে যায় ২ উইকেট হারানো কুমিল্লা।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বরিশাল। ৯
বলে ১ ছক্কার মারে ৭ রান করে বিদায় নেন দিলশান মুনাবিরা। এরপর সপ্তম ওভারে
দাউয়িদ মালানও ৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন।
তৃতীয় উইকেটে জিভান মেন্ডিস ও মুশফিকুর রহিম জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার
চেষ্টা করেন। তবে ২৪ বলে ২৮ রান করে সাজঘরে ফিরেন মালান। এরপর মুশফিকও
ব্যক্তিগত ২৯ রানে ফিরে যান। দলের হয়ে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। এছাড়া
তাইজুল ১৪ এবং এনামুল হক ১২ রান করে অপরাজিত থাকেন।
কুমিল্লার ওপেনার ইমরুল কায়েস ও আহমেদ শেহজাদের ওপেনিং জুটিতেই ৯৩ রান
সংগ্রহ দলটি। কুমিল্লার হয়ে নাবিল সামাদ ৩টি ও রশিদ খান ২টি উইকেট নেন। এছাড়া শাহাদাত হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।
টুর্নামেন্টের শেষে এসে চেনা রুপে ধরা দিলেন জাতীয় দলের হয়ে
খেলা ইমরুল। তিনি এদিন ৩৫ বলে ৬টি চার ও ১টি ছক্কার মারে ৪৬ রান করেন।
এছাড়া শেহজাদ ৫৬ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ ইনিংসে তার ৫টি চারের
মার রয়েছে। আর মারলন স্যামুয়েলস ২৭ এবং খালিদ লতিফ ৭ রানে অপরাজিত থাকেন।
বরিশালের হয়ে রুম্মন রাইস ও মালান ১টি করে উইকেট করে উইকেট নেন।
কুমিল্লার নাবিল সামাদ ছিনিয়ে নিলেন ম্যাচসেরা পুরস্কার।