ওয়াই-ফাই এখন মানুষের দৈনন্দিন চাহিদা হয়ে দাঁড়িয়েছে। জীবনের
দৈনন্দিন চাহিদা ও বিলাসবহুল পণ্যের চেয়েও ওয়াই-ফাইকে বেশি গুরুত্ব দিচ্ছে মানুষ। ওয়াই-ফাই
ব্যাবহারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করা যায় খুবই দ্রুত।
এই ওয়াই-ফাই ব্যাবহারের কারণে চালাতে পারছি
রোবট, ড্রোণ, মানুষ বিহীন বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স
যন্ত্রপাতি।
এমনকি বর্তমানে আমাদের হাতের স্মার্ট ফোনের মাধ্যমে একে অপরের সাথে যে
দ্রুত ফাইল আদান প্রদান করছি তারও একমাত্র অবদান এই ওয়াই-ফাই। তাই এক কথায় জীবনের প্রায় সকল
কাজেই দরকার পড়ে এই ওয়াই-ফাই।
No comments:
Post a Comment